কালী মন্দিরে গো-মাংশ ছুড়ে মারায় বাংলাদেশে আটক ৪ জন ! - বৈদিক আপডেট

Home Top Ad

Post Top Ad

Monday, October 5, 2020

demo-image

কালী মন্দিরে গো-মাংশ ছুড়ে মারায় বাংলাদেশে আটক ৪ জন !

 নীলফামারীঃ নীলফামারীর ডোমারে সনাতন ধর্মালম্বীদের কালীমন্দিরে গো-মাংসের টুকরা ছুড়ে মারার সময় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

120773541_330175174921357_3246638529547641643_n


আটককৃতদের রোববার (৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, পৌর এলাকা সাহাপাড়ার আব্দুল করিমের ছেলে বামুনীয়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম মানিক, পশ্চিম বোড়াগাড়ী কলেজ পাড়ার মৃত ইদু মামুদের ছেলে শফিক মিয়া, বড় রাউতা মাঝাপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বর্মণের ছেলে ফুলেশ্বর বর্মণ ও পশ্চিম চিকনমাটি ময়দান পাড়ার মৃত সোলায়মান আলীর ছেলে জয়নাল আবেদীন।

আটককৃতদের রোববার (৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, পৌর এলাকা সাহাপাড়ার আব্দুল করিমের ছেলে বামুনীয়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম মানিক, পশ্চিম বোড়াগাড়ী কলেজ পাড়ার মৃত ইদু মামুদের ছেলে শফিক মিয়া, বড় রাউতা মাঝাপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বর্মণের ছেলে ফুলেশ্বর বর্মণ ও পশ্চিম চিকনমাটি ময়দান পাড়ার মৃত সোলায়মান আলীর ছেলে জয়নাল আবেদীন।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অভিযুক্তদের গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 বাংলাদেশে এ রকম ঘটনা প্রায়ই দেখা গেলেও আটকের ঘটনা এই প্রথম। 

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

Post Bottom Ad

অফবিট

code-box

Contact Form

Name

Email *

Message *