অনেকে বলে থাকেন ইস্কন হিন্দুদের অন্যান্য ধর্মীয় উৎসব পালন করে না। আসলে যেহেতু নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ! তাই তারা কৃষ্ণকে নিয়ে বেশি ব্যস্ত। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও করে থাকে ইস্কন যদিও সেটা খুবই কম।ইস্কন মূলত গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। ১৯৬৬ সালে নিউ ইয়র্ক সিটিতে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইসকনের মূল ধর্মবিশ্বাসটি শ্রীমদ্ভাগবত ও ভগবদ্গীতা গ্রন্থদ্বয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইসকন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন। ভক্তিযোগ এই সংগঠনের মূল উপজীব্য। স্বয়ং ভগবান কৃষ্ণকে তুষ্ট করাই এই প্রতিষ্ঠানের ভক্তদের জীবনের মূল লক্ষ্য বলে বিবেচিত হয়।
![]() |
Photo: ISKCON Tv Dhaka |
তারা মূলত ভগবান কৃষ্ণ কে ফোকাস করে থাকে। কিন্তু এবার ঢাকায় দেখা গেলো এক ভিন্ন চিত্র। খুব আয়োজন করে তারা মহাশিব রাত্রি পালন করেছে। ইস্কন নিউজ ঢাকার ফেইসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে ইস্কন ভক্তগণ খুব আনন্দের সাথে মহাদেব শিবের মাথায় দুধ ঢালছেন।
আরো দেখুনঃ গুজব উফেক্ষা করে ঢাকার বই মেলায় ইস্কনের স্টলে মৌলবীদের উফচে পড়া ভিড় ( ভিডিও )!
![]() |
Photo: ISKCON Tv Dhaka |
তারা আরো একটি ছবি প্রকাশ করছে যেখানে দেখা যাচ্ছে ইস্কন বাংলাদেশের প্রধান জয় পতাকা স্বামী শিব লিঙ্গে ফুলের মালা দিচ্ছেন। ২০০৯ সালের হিসেব অনুযায়ী, বর্তমানে সারা বিশ্বে ইসকনের ৫০০০০ টিরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬০টি খামার সংগঠন (কয়েকটি স্বনিযুক্তি প্রকল্প সহ), ৫৪টি বিদ্যালয় ও ৯০টি ভোজনালয়। বর্তমানে পূর্ব ইউরোপে (সোভিয়েত ইউনিয়নের পতনের পর) ও ভারতে এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
ভিডিওঃ ইস্কন ঢাকার শিব রাত্রি পালন।
ভিডিওটি দেখার জন্য এই লিংকে ক্লিক করুন।
সৌজন্যে : Iskcon TV Dhaka, Wiki
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।