করোনা হতে বাঁচতে কুসংস্কার এড়িয়ে চলুন - বৈদিক আপডেট

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 16, 2020

করোনা হতে বাঁচতে কুসংস্কার এড়িয়ে চলুন

করোনা ভাইরাস সম্পর্কে কিছু ভুল ধারণা ডালপালা ছড়াচ্ছে ! বর্তমানে সোশ্যাল মিডিয়ায়  সাম্প্রতিক বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস সম্পর্কে অনেক ভুল তথ্য প্রচারিত হচ্ছে।বিভিন্ন ধর্মীয় গুরুরা এটা ভুল ভাবে ধর্মীয় রূপ দেয়ার চেষ্টা করছেন। অনেক ইসলামী আলেম এই মহামারী ভাইরাস নিয়ে ভুল ভাবে ফতোয়া দিচ্ছেন।এইসবের জন্য তারা সোশ্যাল মিডিয়াকে বেচে নিয়েছেন।ভুলে যাবেন ভাইরাসের  কোন ধর্ম নেই। কোন ধর্মীয় রীতিতে একে আটকানো যাবে না। তাই সেই ভুলগুলো এবং সম্ভব্য সমাধান যুক্তিসহ করে তুলে ধরছি।  
১. গো-চেনায় করোনা সারে 

গো-চেনায় করোনা সরে বলে নতুন রব দেখা যাচ্ছে বিশেষ করে ভারতে। দিল্লীতে গো-চেনার পার্টি দেখা গেছে। মূলত গো-চেনার মধ্যে এমন কিছু নেই যা করোনা ভাইরাস সারাবে। বরং হিতে বিপরীত হতে পারে। তাই গো-চেনা হতে সাবধান। গত কয়েক বছর আগে মধ্যপ্রাচ্চে উঠের মুত পান করার কারণে করোনার অন্য একটি প্রজাতির ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। সেই সময় মধ্যপ্রাচ্চে কয়েক হাজার মানুষ প্রাণ হারায় এই ভাইরাসের কারণে।
বিস্তারিত দেখুন :  Mers outbreak: Don't drink potentially fatal camel urine, WHO warns
২. উঠের মুত পান করলে করোনা সারে 

যদিও গত কয়েক বছর আগে মধ্যপ্রাচ্চে উঠের মুত পান করার কারণে  কয়েক হাজার মানুষ প্রাণ হারায় তবুও ধর্মীয় বিশ্বাসের কারণে এখনো করোনা সারতে  উঠের মুত পান করার প্রবণতা দেখা যাচ্ছে। উল্লেখ্য ইসলামিক হাদিসে উঠের মুতকে মহাঔষধ বলে আখ্যা দেয়া হয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল।বরং উঠের মুত পান করার কারণে করোনা প্রজাতির ভাইরাসে অনেক মানুষ জীবন হারিয়েছেন।
বিস্তারিত দেখুন :  Mers outbreak: Don't drink potentially fatal camel urine, WHO warns
৩. দুয়া পড়লে করোনা সারে 

সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অমুক দুয়া তমুক দুয়া পড়লে করোনা সারে বা করোনা ভাইরাসে আক্রান্ত হবে না।এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ধর্মের কল বাতাসে নড়ে কিন্তু করোনা ভাইরাস ধর্মের কলে নড়ে না। যদি তাই হতো মধ্যপ্রাচ্চের দেশগুলো মসজিদ বন্ধ করে দিতো না। বাংলাদেশ থেকে হুজুরগুলো নিয়ে যেত দুয়া পড়তে। এছাড়া বাংলাদেশে বিভিন্ন বদ-প্রকৃতির মাওলানারা ওয়াজ মাহফিলে করোনা সম্পর্কে বিভিন্ন মনগড়া ফতোয়া দিচ্ছেন। এসব ফালতু বক্তৃতা শুনে সময় নষ্ট করবেন না।   
৪. তুলসী পাতায় করোনা সারে 

সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অনেকে প্রচার করছেন তুলসী পাতার সাথে মধু মিশিয়ে খেলে করোনা সারবে। তুলসী পাতার অনেক গুন্ থাকলেও করণের ক্ষেত্রে এর কোন কার্য্যকর গুনের কথা এখন জানা যায় নি। এটা সম্পূর্ণ একটি ভুল থিওরী। করোনার উপসর্গের মধ্যে কাশি থাকায় অনেকে এ রকম একটি ধারণা জন্মাতে পারে। কারণ আমাদের সমাজে প্রচলিত আছে  তুলসী পাতার সাথে মধু মিশিয়ে খেলে কাশি সারে। কিন্তু সব কাশি এক নয়। ইনফুলেঞ্জা সাথে করোনার সিম্পটমের প্রায় হুবহু মিল থাকলেও ইনফুলেঞ্জার ঔষধে করোনার কাজ হচ্ছে না। তাই এসব ফালতু জিনিস এড়িয়ে চলা ভালো।
৫. মদ খেলে করোনা  সারে 

অনেকে ভুল ভাবে প্রচার করছেন মদ খেলে করোনা সারে। করোনা প্রতিরোধ করতে কমপক্ষে ৭০% এলকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে। সেটি খুবই কার্য্যকর। তার মানে এই নয় যে সেই এলকোহল বা মদ খেলে তাতে কাজ হবে। বিভিন্ন ঔষধের গায়ে দেখবেন লেখা থাকে অর্থাৎ কেবল মাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। এটা যদি আপনি খান তবে হিতে বিপরীত হতে পারে। তেমনটি হয়েছে ইরানে। করোনা সারতে মদ খেয়ে ইরানে ২৭ জন মারা গেছে।
বিস্তারিত দেখুনঃ 27 killed by alcohol poisoning in Iran trying to protect themselves from coronavirus
৬. করোনা দেবীর পূজা করলে করোনা সারে 

ফেসবুকে দেখা যাচ্ছে অনেকে শেয়ার করছে করোনা দেবীর পূজা করলে করোনা সারে। পৃথিবীতে করোনা দেবী নামে কেউ নেই। এটা সম্পূর্ণ কুসংস্কার। কিছু অসাধু পুরোহিত টাকা কমানোর লোভে এই পথ বেছে নিয়েছেন। এই অসাধু পুরোহিতের ভণ্ডামি হতে দূরে থাকুন।
এরকম আরো অনেক মিথ প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এগুলো শুধুই ভুল না। বরং ক্ষতিকারক। এইসব ভুল পথ এড়িয়ে চলুন।
আরো দেখুন: করোনা ভাইরাস হতে বাঁচতে করণীয়

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

Post Bottom Ad

অফবিট

code-box