করোনা ভাইরাস ঠেকাতে যে ৫টি হিন্দু রীতি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে - বৈদিক আপডেট

Home Top Ad

Post Top Ad

Thursday, March 19, 2020

demo-image

করোনা ভাইরাস ঠেকাতে যে ৫টি হিন্দু রীতি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে

করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। মৃত্যুর সংখ্যা এই পোস্ট লেখা পর্যন্ত ১০ হাজারের কাছাকাছি। উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। পৃথিবীর সব ব্যস্ত নগরী ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। যেতেতু এর কোন ঔষধ নেই তাই প্রতিরোধ ব্যবস্থা সবচেয়ে কার্য্যকর। এই প্রতিরোধ ব্যবস্থা হিসেবে বিশ্বব্যাপী ৫ হিন্দু রীতি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। নিচেই রীতিগুলো ও তার ফলাফল নিয়ে আলোকপাত করা হলো। 
১. নমস্কার 
namaste

নমস্কার ভারতীয় এবং হিন্দু সমাজে ব্যবহৃত একটি বহুল প্রথা। কাউকে সম্মোধন জানাতে হিন্দুরা নমস্কার ব্যবহার করে থাকে। আধুনিক বিশ্বে ব্যবহার করা হয় হ্যান্ডশেক। কিন্তু যেহেতু করোনা ভাইরাস জনসংস্পর্শে সংক্রামিত হয় তাই পৃথিবীর অধিকাংশ দেশে হ্যান্ডশেক কোলাকুলি ও চুমু নিষিদ্ধ করা হয়েছে। এর বদলে চলে এসেছে নমস্কার। ইসরাইলী প্রধানমন্ত্রী সম্মেলন করে সে দেশের জনগণকে নমস্কার করতে অনুরোধ করেছেন।প্রিন্স চার্লস ডোনাল্ড ট্রাম্পসহ পৃথিবীর সকল বিশ্ব নেতাকে নমস্কার করতে দেখা যাচ্ছে। করোনা ভাইরাস ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজন হতে আর একজনের দূরত্ব ৬ ফুট রাখতে বলেছে। সেক্ষেত্রে নমস্কার একটি কার্য্যকর প্রথা।হ্যান্ডশেকের মাধ্যমে ভাইরাস অন্যজনে সংক্রামিত হতে পারে। কিন্তু নমস্কার সেটা প্রতিরোধ করে।
আরো দেখুনঃ করোনা ভাইরাস হতে বাচতে করণীয়
২. নিরামিষভোজী 
5+Hindu+Traditions+to+Help+reduce+Coronavirus+-+Mozilla+Firefox+3_19_2020+6_10_10+PM

 হিন্দুরা মূলতঃ নিরামিষভোজী। পৃথিবীর সবচেয়ে বেশি নিরামিষভোজী বাস করে ভারতে। নিরামিষ ভোজন করলে ক্যান্সার, হৃদরোগ, ভাইরাস জনিত রোগ (যা মূলতঃ প্রাণীর মাংস হতে আসে) এর ঝুঁকি কম।চীনের হুয়ানে করোনা ভাইরাস প্রাণী হতে মানুষে সংক্রামিত হয়েছে বলে বিজ্ঞানীদের বিশ্বাস। তাই অনেকে প্রাণীজ আমিষ খাদ্যের মেনু হতে বাদ দিচ্ছেন।
৩. হলুদ 

turmeric

হাজার হাজার বছর ধরে ভারতীয় উপমহাদেশে রান্নায় হলুদ ব্যবহৃত হয়। হলুদের মধ্যে রয়েছে এমন উপাদান যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের শরীরে প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত জরুরী। আর এই হলুদে রয়েছে  রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ার উপাদান এন্টিঅক্সিডেন্ট।এক্ষেত্রে হলুদের সাথে আদা এবং রসুন অত্যন্ত কার্যকর।
আরো দেখুনঃ  করোনা হতে বাঁচতে কুসংস্কার এড়িয়ে চলুন
৪. যোগ ব্যায়াম বা Yoga  
pranayama-breathing-lessons-nadhi-shodhana

যোগ ব্যায়াম বা Yoga ভারতীয় সমাজে ব্যবহৃত একটি প্রাচীন ব্যায়াম যা শারীরিক ও মানসিক ভাবে অত্যন্ত কার্যকর। পৃথিবীর উন্নত দেশে এই ব্যায়াম অত্যন্ত জনপ্রিয়। যোগ ব্যায়ামের একটি ব্যায়াম হলো প্রণামায়া বা প্রণাম। এই যোগ আসন প্র্যাক্টিসের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই করোনা ঠেকাতে পৃথিবীতে প্রণামায়া বা প্রণাম যোগ আসন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
৫. হিন্দু রীতিতে মৃতদেহ সৎকার 
cremation

পৃথিবীর অন্যান্য রীতিতে মৃতদেহ কবর দেয়ার প্রথা থাকলেও সনাতন রীতিতে মৃত দেহ আগুনে পুড়িয়ে সৎকার করা হয়। মহামারী করোনা ভাইরাস এর আক্রমণের ফলে যেসব মানুষের মৃত্যু হচ্ছে তাদের ধর্মকে অগ্রাহ্য করে চীন, ইতালি, ইরানসহ পৃথিবীর সব দেশেই মৃতদেহ হিন্দু রীতিতে সৎকার করা হচ্ছে। এর ফলে এই ভয়কর ভাইরাসটি ঐ মৃতদেহ হতে পৃথিবীতে আর বিস্তার লাভ করতে পারছে না।

সর্বশেষে বলা যায় করোনা প্রতিরোধে পুরো বিশ্ব সনাতনে ফিরে আসছে। সনাতন চিরন্তর কথাটি বার বার আমাদেরকে মনে করিয়ে দেয়। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সজাক থাকুন। 

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

Post Bottom Ad

অফবিট

code-box

Contact Form

Name

Email *

Message *