১. নমস্কার
নমস্কার ভারতীয় এবং হিন্দু সমাজে ব্যবহৃত একটি বহুল প্রথা। কাউকে সম্মোধন জানাতে হিন্দুরা নমস্কার ব্যবহার করে থাকে। আধুনিক বিশ্বে ব্যবহার করা হয় হ্যান্ডশেক। কিন্তু যেহেতু করোনা ভাইরাস জনসংস্পর্শে সংক্রামিত হয় তাই পৃথিবীর অধিকাংশ দেশে হ্যান্ডশেক কোলাকুলি ও চুমু নিষিদ্ধ করা হয়েছে। এর বদলে চলে এসেছে নমস্কার। ইসরাইলী প্রধানমন্ত্রী সম্মেলন করে সে দেশের জনগণকে নমস্কার করতে অনুরোধ করেছেন।প্রিন্স চার্লস ডোনাল্ড ট্রাম্পসহ পৃথিবীর সকল বিশ্ব নেতাকে নমস্কার করতে দেখা যাচ্ছে। করোনা ভাইরাস ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজন হতে আর একজনের দূরত্ব ৬ ফুট রাখতে বলেছে। সেক্ষেত্রে নমস্কার একটি কার্য্যকর প্রথা।হ্যান্ডশেকের মাধ্যমে ভাইরাস অন্যজনে সংক্রামিত হতে পারে। কিন্তু নমস্কার সেটা প্রতিরোধ করে।
আরো দেখুনঃ করোনা ভাইরাস হতে বাচতে করণীয়
২. নিরামিষভোজী
৩. হলুদ
আরো দেখুনঃ করোনা হতে বাঁচতে কুসংস্কার এড়িয়ে চলুন
৪. যোগ ব্যায়াম বা Yoga
যোগ ব্যায়াম বা Yoga ভারতীয় সমাজে ব্যবহৃত একটি প্রাচীন ব্যায়াম যা শারীরিক ও মানসিক ভাবে অত্যন্ত কার্যকর। পৃথিবীর উন্নত দেশে এই ব্যায়াম অত্যন্ত জনপ্রিয়। যোগ ব্যায়ামের একটি ব্যায়াম হলো প্রণামায়া বা প্রণাম। এই যোগ আসন প্র্যাক্টিসের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই করোনা ঠেকাতে পৃথিবীতে প্রণামায়া বা প্রণাম যোগ আসন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
৫. হিন্দু রীতিতে মৃতদেহ সৎকার
সর্বশেষে বলা যায় করোনা প্রতিরোধে পুরো বিশ্ব সনাতনে ফিরে আসছে। সনাতন চিরন্তর কথাটি বার বার আমাদেরকে মনে করিয়ে দেয়। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সজাক থাকুন।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।